মৃতদের শহরে

মৃতদের শহরে

নাসরিন পাঠান 

রাত হলেই মাঝেমাঝে নিজেকে 

মৃতদের শহরে আবিষ্কার করি 

গা-চাপা অন্ধকারে অনুভূত হয় 

আমি যেন আমার সৌখিন শয্যায় নয়  

কবরে শায়িত!  

এপাশ-ওপাশ তাকাই 

আশেপাশে নেই 

কোথাও কেউ জাগ্রত নেই 

ঝিঁঝি ডাহুকের ডাক নেই 

নেই কোনও সাম্প্রদায়িক তাণ্ডব 

দূরে-অদূরের সকলেই অনন্ত ঘুমে___

আমি জগতনীল আঁধারে 

জশন-জীবনেও যুগ-যুগ জেগে ছিলাম 

খেয়ালের কবরপুরীতেও নীরবে জেগে!