মধ্যবিত্তের দুর্ভোগ

মধ্যবিত্তের দুর্ভোগ

     শাহারা খান 
 
নেয়ামতের মাস রমজান এসেছে,
ব্যস্ত মুমিন খোদার আরাধনায়।
সারাদিন সিয়াম পালন শেষে,
ভালো ইফতার করতে মন চায়।

করোনার তান্ডবে লকডাউন চলছে,
বন্ধ হলো অনেকের রুজির দুয়ার।
উচ্চবিত্তের নেইকো ঝামেলা,
মধ্যবিত্তরা করে শুধু হাহাকার।

কষ্টের কথা না পারে তারা,
কারো কাছে খুলে বলতে।
কিম্বা পারেনা লাইনে দাড়িয়ে,
কারো কাছে হাত পাততে।

সংসারের চাহিদা মিটাতে না পেরে,
নিভৃতে চোখ জলে ভাসে।
কত জায়গায় শুনি ত্রান দিচ্ছে,
দুর্দিনে কেউ নেই তাদের পাশে।

কি দিয়ে হবে সেহেরী ইফতার,
দ্রব্য মূল্যের দারুণ উর্দ্ধগতি।
মধ্যবিত্তের মানবেতর জীবন,
কবে দূর হবে এই পরিস্হিতি?

কতদিন চলবে করোনার নৃত্য,
কাজ ছাড়া কেমনে চলবে সংসার।
রামাদ্বানের এই মাসের উসিলায়,
খোদা তোলে নাও গজব তোমার।