মানুষ

মানুষ

নাছিমা মিশু

মানুষ! 

কেউ আপন,দূরত্ব এপার ওপার । 

কেউ পর,নৈকট্য শ্বাস প্রশ্বাস। 

কেউ আপনাপর,সমান্তরাল 

কোথাও নেই -আছে সবটুকু উপবাসে;

যেন সমাসবদ্ধ পদাশ্রয় উপবন,উপকূল, উপকথা। 

আদি অন্ত, নয় অনন্ত ,নয় প্রথমা

আগ পিছ সব ছেড়ে এক অনন্য অবয়বে অনন্তকালের ,

চেনা আপনার থেকে আপন ছায়ায় আপনাকেই 

ছাড়িয়ে যায়।

হারিয়ে দেয় চেনা নিজো সত্তা নিজেকে। 

চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছু একটা করার থাকে না।

হার হয়ে যায় ক্ষণ,কাল,চলমান সময়ের কাছে। 

অনেক ভাবুক ভাব দর্শন অঘোরে ঘুরে ঘুরে একই ক্ষণে 

ঘূর্ণায়মান 

এ নিশি পারাপারে হবে না সুরাহা কিস্তি যে পাড়ে দাঁড়িয়ে হয়েছে স্হির।

ঢেউ হীন কিস্তি পারে না কভুও গহীন জুড়ে ভাসতে !

মানুষই পারে আপন গতিপথ আপন বাসনায় আপন-পিয়াসী ভাবলোকে আপন ছায়ায় চলতে।