মানুষ নও যেন দেবদূত

মানুষ নও যেন দেবদূত


   জান্নাতুল আশরাফী

মোর হৃদয়  দ্বারে বসিছে আজিকে সুখ চন্দ্রিমার হাট
তোমারে ভালোবাসিয়া ধন‍্য আমি পূণ্য  আমার ললাট।
জীবনের কত বছর  উপেক্ষায় গেলো তুমি  ছিলে কোথায়?
আনমনে গগনে  পানে চেয়ে বসিয়া থাকিতাম তোমারই প্রতীক্ষায় 
কতো দিন কতো বছর গেলো ম্লান হলো কতো জোৎস্না রাত
তোমার পথ পানে চেয়ে নেত্র বারি বয়ে যায় কখন যে হয় রাত্রি প্রভাত।
এমন এক গোধূলি বেলা আলো ছায়া করিছে খেলা
দেখিতেছি বসে কে যেন আসিতেছে  দূরে,ভাসিয়ে সুচেতা ভেলা।
সামনে দাঁড়িয়ে তুমি দেখে মনে হল মানুষ  নও কোনো  দেবদূত,
তখনই হেসে বললে আমায় প্রতীক্ষার অবসান হলো চলো দুজনায় কোনো গহীনে  দেই ছুট।
আমি নির্বাক হয়ে অপলক তাকিয়ে  রই মুখপানে তোমার 
কি দেখছো বিশ্ব ভ্রম্মান্ড   তছনছ করেছি তোমারই সন্ধানে।
আমার  কান্নাভরা মুখখানি তুমি মুছে দিলে অতি যতনে।
কিছু বলবার চাই না বলি শুধু  কি সুখে হৃদয়  মোর আজি বিহ্বলিত উদ্বেলিত 
তোমার নিষ্পন্ক ভালোবাসায় আমি বিমোহিত  চমোকিত।