মানুষই শ্রেষ্ঠ

মানুষই শ্রেষ্ঠ

বিচিত্র কুমার 

মানুষের মধ্যেই আছে সৎ আর অসৎ

মানুষের মধ্যেই উদার মহৎ,

মানুষের মধ্যেই আছে সুর আর অসুর

মানুষের মধ্যেই কত মধুর।

মানুষের মধ্যেই আছে উত্তম আর অধম

মানুষের মধ্যেই রয়েছে অক্ষম,

মানুষের মধ্যেই আছে মুর্খ আর বিদ্বান

মানুষের মধ্যেই ব্রহ্মাণ্ডের সমস্ত জ্ঞান।

মানুষের মধ্যেই আছে ধর্মবোধ আর অধর্মবোধ

মানুষের মধ্যেই রয়েছে অনেক নির্বোধ,

মানুষের মধ্যেই আছে পাপ আর পুণ্য

মানুষের মধ্যেই হয় গন্য।

মানুষের মধ্যেই আছে দোষ আর গুণ

মানুষের মধ্যেই বিশ্বসৃজন,

মানুষের মধ্যেই আছে শুরু আর শেষ 

মানুষের মধ্যেই রয়েছে বিশেষ।