মাসটা যদি

মাসটা যদি

আহমাদ সোলায়মান

মাসটা যদি হয় বিজয়ের 

সুর্যটা হয় খুশি

যে খুশিকে মাস এগারো 

মনের মধ্যে পুষি।

মাসটা যদি হয় বিজয়ের 

চাঁদ মামাটা হাসে

লাল-সবুজের দেশটা যেন 

রঙিন হয় এ মাসে।

মাসটা যদি হয় বিজয়ের 

ভয়,ঘ্লাণি যায় দূরে

মাখো মাখো খুশি থাকে 

পুরোটা মাস জোড়ে।

মাসটা যদি হয় বিজয়ের 

মুক্ত হাওয়া লাগে

এমন হাওয়া যায়নি পাওয়া 

বিজয় আসার আগে।