মেয়ে

মেয়ে

বিপ্লব ঘোষ 

শোক কে প্রশ্রয় দিও না কাছে 
শোক কে প্রশ্রয় দিও না 
শোকেরও ক্লান্তি আছে 
যেদিকে দু চোখ যায়,যাও চলে
ফিরে এসে লেখো অক্ষর
বলেছিলেন অগ্রজ কবিবর।
আজ আবার কার কাছে যাব শেষে  !
তিনি নিজেই পৌঁছে গেলেন
দিকশূন্যপুরের দেশে।
দুঃখ দাও, আরো দুঃখ 
আমি ঝড়ের পাখি
আমার নেই কোনো সুখের আকাশ
অন্ধকারে বসে থাকি।
হাল ভাঙা নাবিকের মত
চিৎকার করে বলি অজানারেই
দুঃখেরও  কি ক্লান্তি নেই!
তবে আমি কি যাব অবেলায়!