‘মিয়ানমার সম্মতি দিলে ত্রিদেশীয় হাইওয়েতে যুক্ত হবে বাংলাদেশ’

বাংলাভাষী ডেস্কঃঃ

ভারত-মিয়ানমার-থাইল্যান্ডের মধ্যে দিয়ে যে ত্রিদেশীয় হাইওয়ের পরিকল্পনা চলছে, মিয়ানমার সম্মতি দিলেই বিমসটেকের মাধ্যমে বাংলাদেশও তাতে যুক্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার (১৪ মার্চ) বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ৩য় ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) পর পররাষ্ট্রমন্ত্রনালয়ে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের এ কথা জানান।

দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির লক্ষে মূলত এই এফওসি এমনটা জানিয়ে পররাষ্ট্রসচিব বলেন, দুই দেশের আকাশপথ এবং জলপথে আরও বেশি যোগাযোগ বৃদ্ধি পাবে।

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বর্তমানে ১ বিলিয়ন ডলার অর্থনৈতিক লেনদেন হয় জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, সামনে এটাকে ২ বিলিয়ন করার লক্ষে কাজ করা হচ্ছে।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব সারুন চারোয়েন সুওয়ান বলেন, দুই-দেশের সম্পর্ক খুবই ভালো, অদূর ভবিষ্যতে অর্থনৈতিক বাণিজ্যিকসহ বিভিন্ন খাতে আরও গতিশীল হবে এবং আগামীতে এ দেশে বিনিয়োগের বিষয়ে আমরা আগ্রহী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এবং থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব সারুন চারোয়েনসুওয়ানের নেতৃত্বে থাই প্রতিনিধিদল।