মুসলিম উম্মাহ যুক্তরাজ্যে আগামীকাল শনিবার ও বাংলাদেশে রবিবার থেকে রোজা শুরু করবেন

মুসলিম উম্মাহ   যুক্তরাজ্যে আগামীকাল  শনিবার ও বাংলাদেশে  রবিবার থেকে রোজা শুরু  করবেন

 নূরজাহান শিল্পী

সৌদিআরব, কাতার ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো যুক্তরাজ্যে বসবাসরত মুসলিম উম্মাহ শনিবার থেকে রোজা রাখা শুরু করবেন  এবং বাংলাদেশে  রবিবার থেকে

এদিকে জানাগেছে- সৌদি আরবে শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামীকাল শনিবার (২ এপ্রিল) থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। খবর সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গেজেটের।

রমজান মাসের চাঁদ দেখা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে সৌদি আরবের রয়্যাল কোর্ট। বিবৃতিতে বলা হয়, ‘১৪৪৩ হিজরি সালের রমজান মাসের প্রথম দিন শুরু হবে শনিবার ।’

রমজান মাস পাওয়াটা একজন মুসলিমের প্রতি আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত। যেহেতু রমজান কল্যাণের মৌসুম। যে সময় জান্নাতের দরজাগুলো উন্মুক্ত রাখা হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখা হয়। রমজান হচ্ছে- কুরআনের মাস, সত্যমিথ্যার মধ্যে পার্থক্য রচনাকারী জিহাদি অভিযানগুলোর মাস। আল্লাহ তা‘আলা বলেন :বলুন, এটি আল্লাহ্‌র অনুগ্রহে ও তাঁর দয়ায়। সুতরাং এতে তারা আনন্দিত হোক । এটি তারা যা সঞ্চয় করে রাখে তা থেকে উত্তম।” [১০ ইঊনুস : ৫৮]