যুক্তরাজ্য প্রবাসী শাহরিয়ার খান এর গ্রাজুয়েশন ceremony অনুষ্ঠিত হলো আজ কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে।

যুক্তরাজ্য প্রবাসী শাহরিয়ার খান এর গ্রাজুয়েশন ceremony অনুষ্ঠিত হলো আজ কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে।

নূরজাহান শিল্পী

ঘুমিয়ে আছে শিশুর পিতা,
সব শিশুদের অন্তরে।
    আমাদের শিশুরা যখন দেশে বিদেশে কৃতিত্ব অর্জন করে,গর্বে আমাদের মন ভরে যায়।আমাদের অতি পরিচিত বাংলাভাষীর”আমাদের সংস্কৃতির” অনুষ্ঠানের সঞ্চালিকা কবি শাহারা খানের প্রথম পুত্র শাহরিয়ার খান Queen Mary University of London থেকে ২০২০ সালে Honours in Maths এ প্রথম স্হান অর্জন করে।
করোনাকালীন বিপর্যয়ের কারণে এক বছর বিলম্ব করে আজ সোমবার কুইন মেরী ইউনিভার্সিটির একটি ক্যাম্পাসে Graduation Ceremonies অনুষ্ঠিত হলো।
শাহরিয়ারের এই সাফল্যে তার পরিবারের পাশাপাশি বাঙালী কমিউনিটি গর্বিত।


জানা গেছে ছেলের আড়াই বছর বয়সে শাহারা খান স্বামীর সাথে বসবাসের নিমিত্তে প্যারিস গমন করেন।
১১ বছর প্যারিসে বসবাসের পর ২০১৩ সালে সপরিবারে লন্ডনের স্হায়ী বাসিন্দা হন। ক্লাস টেনে এসে শাহরিয়ার ভর্তি হয়।
ফ্রান্সে French ভিন্ন ইংরেজী ভাষার সুযোগ নাই বললেই চলে।স্কুলে নুন্যতম ইংরেজীর ধারণা দেয়া হয়।মাত্র অল্প দিনে ইংরেজী ভাষা আয়ত্ত করে শাহরিয়ার জিসি এস সি এবং এ’লেবেল পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে।আলহামদুলিল্লাহ Bachelor degree অর্জনের সাথে সাথে শাহরিয়ার Deloitte কোম্পানীতে চাকুরির অফার পেয়ে যায়।চাকুরিত থেকেই মাস্টার্স কম্পপ্লিট করবে ইনশা আল্লাহ্।


আমরা শাহরিয়ারের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।
আল্লাহ তায়ালা তার পরিবারের সবাইকে কল্যানের পথে রাখুন।