যুক্তরাজ্য সফররত সাংবাদিক সিরাজুল ইসলামকে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সংবর্ধনা

যুক্তরাজ্য সফররত সাংবাদিক সিরাজুল ইসলামকে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সংবর্ধনা

বাংলাভাষী ডেস্কঃ

যুক্তরাজ্য সফররত দৈনিক সিলেটের ডাক-এর চিফ রিপোর্টার ও ঢাকা ট্রিবিউনের সিলেট বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে ‘কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’।  লন্ডনস্থ পাপা আমেরিকান রেস্টুরেন্টে আয়োজিত এ সংবর্ধনায় যুক্তরাজ্যে বসবাসরত কোম্পানীগঞ্জ উপজেলার সচেতন নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন। 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীরা বলেন, দেশের প্রতি তাদের নারীর টান। এ টানেই তারা দেশের বিভিন্ন সংকটে মানুষের পাশে দাঁড়ান। করোনা সংকটেও প্রবাসীরা উদারহস্তে সহযোগিতা করেছেন।  কিন্তু, দেশে বিভিন্ন ক্ষেত্রে প্রবাসীরা হয়রানির শিকার হন। এ থেকে পরিত্রাণ পেতে তারা সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন।

সংগঠনের সভাপতি হারিস আলীর  সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবজাল রশীদ সেলিমের  পরিচালনায় সভায় অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট ডেভেলপম্যান্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে’র সাউথ ইস্ট রিজিওনের প্রেসিডেন্ট মো: ইসবাহ উদ্দীন।   

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মিডিয়া অ্যাডভাইজার ও দৈনিক সিলেটের ডাক-এর সাবেক সিনিয়র রিপোর্টার মাহবুব রহমান, সংগঠনের এ্যাডভাইজারি মেম্বার ও সাবেক সভাপতি আমিনুর রশীদ, সাবেক সভাপতি ও এ্যাডভাইজারী মেম্বার কামাল মোস্তফা গোলাপ , গ্রেটার সিলেট ডেভেলপম্যান্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে’র সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সুফী সোহেল আহমদ, জিএসসি’র লন্ডন রিজিয়ন প্রেসিডেন্ট আব্দুল মালিক কুটি, জাতীয় সংসদের সাবেক রিসার্চ অফিসার ও সাবেক স্পীকার মরহুম হুমায়ুন রশীদ চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা আ স ম হোসাইন, গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাফিজ আব্দুল মুবিন , ল্যাম্প চেয়ারম্যান আলী আহমেদ, ল্যাম্প ডেপুটি চীফ এক্সিকিউটিভ মিনহাজ খাঁন প্রমূখ।

 সংবর্ধিত অতিথির বক্তব্যে সংগঠনের বাংলাদেশ কো-অর্ডিনেটর ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান ব্যাপক। দেশের সকল সংকটে প্রবাসীরা সাধ্যানুযায়ী সহযোগিতা করে চলেছেন। প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। তিনি প্রবাসীদের যেকোন সমস্যায় তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। পাশাপাশি কোম্পানীগঞ্জ এসোসিয়েশনের কার্যক্রমকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।  

সভায়  আরো বক্তব্য রাখেন-সংগঠনের সহ-সভাপতি কামাল উদ্দিন , সাবেক সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, বর্তমান সাধারণ  সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল আলম আরশ, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী শাহররিয়ার হোসেন  , জুবায়ের আহমদ ,জুনেদ আহমেদ, তাহমিদ রশীদ , শেবুল আহমাদ , রেদোয়ান আহমদ ও আবু সাঈদ প্রমুখ।  

প্রসঙ্গত, গ্লাসগোয় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনের ডেলিগেট হিসেবে যুক্তরাজ্য সফর করছেন সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম।