যখন বৃষ্টি নামবে (গীতিকাব্য )

যখন বৃষ্টি নামবে (গীতিকাব্য )


---------আব্দুছ ছালাম চৌধুরী 

যখন বৃষ্টি নামবে—তুমি বাতায়ন খুলে চেয়ে দেখো এখানে ওখানে, 
যদি আমাকে খুঁজে পাও—তুমি আগলে রেখো, আগলে রেখো বাহুবন্ধনে,
আমি পথহারা এক পথিক—
ভবঘুরে ঘুরে বেড়াই তোমার কারণে, 
যখন বৃষ্টি নামবে,আগলে রেখো বাহুবন্ধনে।। 

যখন আকাশ দেখবে সাদা,ফুলগুলো হবে সতেজ— বাতাসে দুলবে 
ভেবে নিও,এই আমি দুলছি 
ছুঁয়ে দিও,ওই নরম হাতে
আমি মিশে আছি, সেই ফুলের আবরণে, 
যখন বৃষ্টি নামবে,আগলে রেখো বাহুবন্ধনে।। 

যখন কেউ থাকবে না,জড়িয়ে ধরো—আবেগে, আবেশে কিছু—ক্ষণ,
ধন্য হবো,আমি ধন্য হবো 
আনন্দে মুখরিত হবো,তোমার আলিঙ্গনে, 
যখন বৃষ্টি নামবে,আগলে রেখো বাহুবন্ধনে।।