যারে চিনি না এখনো

যারে চিনি না এখনো

মামুন সুলতান

আশ্বিনের আগুইন্না রৈদের মত অন্তর এত জ্বলে ক্যান?

উত্তপ্ত হৃদয় ঘরে কার নাম খালি ওঠানামা করে

কার মুখ ভাইসা ওঠে সুনামগঞ্জের বাজারে

চিনি না জানি না তারে!

শুনেছি হাওরের মতো তার মন

শাপলা আর ভ্যাঁটফুলে জড়াইয়া থাকে দিবানিশি

আশ্বিনের হাওয়ায় রাখে ভাটিয়ালি সুর

সেই সুরেই বেদনারা উইড়া যায় বেদেনীপাড়ায়

নাওয়ের গলুইর মতো ভরসা রাখি

বৈঠায় বেবাক ঢেউ তুইলা মনে মনে তার নাম লেখি

আশ্বিনি রৈদের মাঝেই অনামিকার নামে ছাতা বানাই

মাথার উপরে ছায়া হইয়া নাইমা আসে পুরা আসমান

তবু বুকটা ক্যান খালি খালি লাগে শূন্য হাহাকার

তবু তারে ক্যান মনে লাগে যারে চিনি না এখনো!