যায় না বলা

যায় না বলা

মিজানুর রহমান মিজান

যায় না বলা অনেক কথা

ভুলা যায় না অনেক ব্যথা।।

সাধ্য নেই হাসাবার কেন কাঁদাবে

আগুন জ্বেলে পার না নিভাতে, কেন জ্বালাবে

পিছনে বাজাও কাঁকন সুর তোলে বৃথা।।

দেবার সাধ্য নেই নিতে চাও কেন তবে

মানুষ বলি কেমনে লজ্জা নেই তোর ভাবে

ডানাছাড়া প্রজাপতি পেখম ধর অযথা।।

ভোগের লোভে মানব রুপি দানব তুমি

অনাচারী হৃদয়ে ভাব অনেক বড় দামী

এঘাট থেকে ওঘাট যাও ধরে নানান ছলছুতা।।