রচডেলের জয়কে গাজাবাসীদের জন্য উৎসর্গ করলেন জর্জ গ্যালওয়ে

রচডেলের জয়কে গাজাবাসীদের জন্য উৎসর্গ করলেন জর্জ গ্যালওয়ে

 ইব্রাহিম খলিল :

রচডেলের উপ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন যুদ্ধবিরোধী নেতা জর্জ গ্যালওয়ে। ৬ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন তিনি। তিনি এই জয়কে নিরিহ গাজাবাসীদের প্রতি উৎসর্গ করেছেন ।

গাজায় গন হত্যার বিরুদ্ধে পার্লামেন্টে প্রতিবাদ জানাতে উপনির্বাচনে প্রার্থীতা দিয়েছিলেন গ্যালওয়ে। তাতে বিপুলভাবে সাড়া দেন রচডেলের মুসলিম ভোটাররা। বৃটেনে পার্লামেন্টারী নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো কোন উপ নির্বাচনে শীর্ষ রাজনৈতিক দলের রিতিমতো ভরাডুবি হয়েছে। শুক্রবার গভীর রাতে ফলাফল ঘোষনার পরেই লেবার নেতা সার কিয়ার স্টারমারেরকে সরাসরি ইঙ্গিত করে জর্জ গ্যালওয়ে বলেছেন, এই জয় গাজায় গনহত্যার প্রতিবাদ।

জর্জ গ্যালওয়ে পেয়েছেন ১২ হাজারের বেশী ভোট। ৬ হাজার ৬‘শ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ডেভিড টোলি। আর সরকার দল কনজারভেটিভ পার্টিসহ শীর্ষ দলগুলোর কেউই ৪ হাজার ভোটও নিশ্চিত করতে পারেনি। লেবার পার্টি থেকে প্রত্যাহার হওয়া আজহার আলী পেয়েছেন মাত্র ২ হাজার ৪‘শ ভোট। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী পল এলিসন পেয়েছেন ৩ হাজার ৭‘শ ভোট, লিবডেম ক্যান্ডিডেট ইয়ান ডোনালসন পেয়েছেন ২ হাজার ১‘শ ভোট এবং সাবেক লেবার এমপি সাইমন ডানসাক রিফর্ম পার্টি থেকে দাড়িয়ে পেয়েছেন মাত্র ১ হাজার ৯‘শ ভোট।
রচডেলের এই উপ নির্বাচনে মোট ভোটার টার্নআউট হয়েছে ৩৯ দশমিক ৭ শতাংশ। এই আসনে লেবার এমপি স্যার টনি লয়েডের মৃত্যুর ফলে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মাত্র ২‘শ দিনের জন্য পার্লামেন্টে গিয়ে প্যালেস্টাইনের জন্য কথা বলার প্রতিশ্রুতি  দিয়ে ক্যাম্পেইন শুরু করেছিলে জর্জ গ্যালওয়ে। গ্যালওয়ের ক্যাম্পেইনে বিপুল সারা দেন রচডেলের মুসলিম কমিউনিটি।

আলোাচিত- সমালোচিত জর্জ গ্যালওয়ের নিরঙ্গুশ জয়ের মধ্য দিয়ে লেবারের দূর্গ বলে পরিচিত রচডেলের রাজনীতিতে নতুন যুগের সূচনা হলো।