রাজনৈতিক-প্রশাসনিক সব ক্ষেত্রেই নারীরা দক্ষতার পরিচয় দিচ্ছেনঃ জেলা প্রশাসক

রাজনৈতিক-প্রশাসনিক সব ক্ষেত্রেই নারীরা দক্ষতার পরিচয় দিচ্ছেনঃ জেলা প্রশাসক

বাংলাভাষী ডেস্ক :

সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, বাংলাদেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব সহ সকল ক্ষেত্রেই দক্ষতার পরিচয় দিচ্ছেন। তবে এখানেই থেমে যাওয়া যাবেনা। আরও এগিয়ে আসতে হবে। নারী-পুরুষের যৌথ প্রচেষ্টায়ই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।

তিনি আরও বলেছেন, দেশের স্বাধীনতার জন্যে পুরুষদের পাশাপাশি নারীরাও গৌরবোজ্জ্বল অবদান রেখেছেন। জীবনবাজি রেখেছিলেন মহান মুক্তিযুদ্ধে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীদের মেধা বিকাশে আন্তরিক বলেই নারীরা নিজেদের যোগ্যতার প্রমাণ রাখতে পারছেন।

জেলা প্রশাসক একাত্তরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের পিছনের শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকা উল্লেখ করে বলেন, বঙ্গমাতা এভাবেই জাতির পিতাকে প্রেরণা যুগিয়েছেন, সাহস দিয়েছেন, সিদ্ধান্ত গ্রহণে পাশে থেকেছেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (৮ মার্চ) সকালে জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখছিলেন।

মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ পরিচালক শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ রোকেয়া পদকপ্রাপ্ত সৈয়দ জেবুন্নেসা হক, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজমেরি হক ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজনীন হোসেন।

এর আগে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। এতে সঞ্চালক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা ইসলাম। বিচারক ছিলেন, জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দা শিরীন আক্তার, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ফৌজিয়া আক্তার ও এনজিও ব্যক্তিত্ব নজরুল ইসলাম মঞ্জুর। প্রতিযোগিতায় এমসি কলেজ দল চ্যাম্পিয়ন ও সিলেট সরকারি মহিলা কলেজ দল রানারআপ হয়।