রবের দিকে আসো ফিরে

রবের দিকে আসো ফিরে

-মাহমুদ বিন আব্দুল্লাহ 

মাটির দেহ মাটির মাঝে

ঠিকই মিশে যাবে,

পোকামাকড় দেহ খানি

ছিড়েখুঁড়ে খাবে।

ভুলে যাবে সবাই তোমায়

যতই হওনা ধনী, 

পরকালে ভালো চাইলে

ফরেজগার হও এখনই।

কত মানুষ যাচ্ছে চলে 

তবুও মন ভাব ভবেই রবে,

থাকবেনা আর করার কিছু

খেলা যেদিন সাঙ্গ হবে।

অস্থায়ী সম্পদ লইয়ারে মন

কইরো না আর অহংকার, 

আগে যা ছিলো অপরের

আজ তাই হয়েছে তোমার। 

মাটির দেহ লইয়ারে মন

আর কইরোনা বাহাদুরি, 

রব ছাড়া কে আছে আর

জগতে প্রকৃত সাহায্যকারী!

রবের দিকে আসো ফিরে

পাইতে চাইলে পরম শান্তি 

তিনি পারেন ক্ষমা করতে

আমাদের যত আছে ভুলভ্রান্তি।