রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাজার টালমাটাল: শিল্পমন্ত্রী

বাংলাভাষী ডেস্কঃঃ

শিল্পমন্ত্রী অ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের বাজার টালমাটাল। আমাদের যে নিত্যনৈমিত্তিক উপকরণ প্রয়োজন সেগুলো ঊর্ধ্বমুখী। আমাদের সেগুলো চড়া দামে কিনতে হচ্ছে। বিশ্বজুড়ে সার থেকে শুরু করে প্রতিটি জিনিসের দাম আজ বেড়েছে। ফলে অত্যন্ত সতর্কভাবে আমাদের পা ফেলতে হচ্ছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকালে নরসিংদীর শিবপুরে সরকারি শহীদ আসাদ কলেজে 'মৃত্যুঞ্জয়ী মুজিব' নামে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্যের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের উন্নয়ন কর্মকাণ্ড থেমে নেই, সেগুলো চলছে। এখনকার কোভিডকালীন সময়ে আমাদের উন্নয়ন প্রকল্পের টাকা পয়সা একটু কমিয়ে দেওয়া হয়েছে। এখন খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করছে সরকার। আগামী দিনে বিশ্বে যে অবস্থা হবে সেখানে আমাদের খেয়ে বাঁচতে হবে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল কাফীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, শিবপুরের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, ম্যুরালের পৃষ্ঠপোষক ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাহফুজুল হক টিপু প্রমুখ।

এসময় শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিনাতসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিবাবক ও রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।