‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ অব্যাহত রাখবে কানাডা’

বাংলাভাষী ডেস্কঃঃ

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের যাতে মিয়ানমার ফিরিয়ে নেয়, এজন্য আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে কানাডাও মিয়ানমারের প্রতি চাপ অব্যাহত রাখবে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে এ কথা জানান কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী হারজিত এস সজ্জন।

বৈঠক শেষে সাংবাদিকদের হারজিত এস সজ্জন বলেন, আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে কানাডাও মিয়ানমারের প্রতি চাপ অব্যাহত রাখবে। আমরা রোহিঙ্গা সংকট নিয়ে আলাপ করেছি। এই সংকট কাটাতে বাংলাদেশকে সহযোগিতা করে যাবে কানাডা।

তিনি বলেন, বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই। এই সংকট কাটাতে কানাডা বাংলাদেশকে আরও তহবিল দিয়ে সহযোগিতা করবে এবং সহায়তা অব্যাহত রাখবে।

রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘ সময় আলাপ হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডা. মোমেন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে তারা আরও অতিরিক্ত তহবিল দেওয়ার কথা বলেছে। তারা ভাসানচর প্রকল্পে সহায়তা করবে বলেছে। আমরা আরও কিছু প্রস্তাব করেছি, কানাডা কীভাবে আরও বেশি করে সাহায্য করতে পারে।