লাল গোলাপ

লাল গোলাপ

সুলতানা জাকিয়া শিল্পী

আকাশ টা আজ মেঘলা

বৃষ্টি হবে হয়তো,

বৃষ্টিস্নাত দিনেই বার

বার ওর কথা মনে পরে।

ও হে আমি

তো ভুলেই বসে আছি

প্রথম দেখাটা তো,

ছিলো বৃষ্টিস্নাত এক ক্ষণে।

কলেজ থেকে ফিরছিলাম

পিছন থেকে যেনো,

একটি আওয়াজ ভেসে

আসছে,নাম ধরেই।

পিছনে তাকাতেই দেখি

তাকে, ঠিক চিনে উঠতে

পারছিলাম না,

বেশ পরিপাটি ও সুদর্শণ। 

ঠিক সেই মুহুর্তে চিনে

উঠতে পারলাম না তাকে

সম্পূর্ণ যেনো অচেনা

একজন মানুষ,

গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো

আপন মনে, আবার সেই

কলেজ পানে,আবার ও

সেই একই কন্ঠ

প্লিজ একটু দাড়াঁও।

পিছন ফিঁড়ে তাকাতেই

ওর মায়া মায়া দুটো

চোঁখ, আমায় যেনো

গভীর মায়ার বন্ধনে জড়ালো।

দু আত্মা যে কখন

একাত্মা হয়ে উঠছে

বুঝতেই পারলাম না

এভাবে,দিন মাস বছর।

ও প্রতিদিন একটি লাল

গোলাপ আনতে কিছুতেই

ভুলতো না,ওকে নিয়ে

আমি একটি সুখের স্বর্গ

রচণা করতে শুরু করি

কিন্তুু হঠাৎ এক তাসের

ঘরের ন্যায় আমার সব

সাধণা ব্যর্থ হলো।

আজো সেই লাল 

গোলাপ গুলো আমার

ডায়েরির ভাঁজে ভাঁজে

স্মৃতির পাতায় অক্ষয়।