শোকাবহ আগষ্ট

শোকাবহ আগষ্ট

  শাহারা খান  

আগষ্ট এলে বুকে বাজে,

এক বিচ্ছেদের গান।

এই মাসে হারিয়েছি তোমায়,

ওহে শেখ মুজিবুর রহমান।

ধানমন্ডির ঐ বাড়িতে সেদিন,

ঘটলো শোকের আগুন।

শত্রুর হাতে জাতির পিতা,

স্বপরিবারে হলো যে খুন।

বাংলার আকাশ কম্পিত হলো,

দেখে এই নিষ্টুর বর্বরতা।

আজো বুকটা হাহাকার করে,

পারিনি ভুলতে এমন ব্যথা।

শিশু রাসেল,অস্তঃসত্ত্বা বধূও

পায়নি সেদিন রেহাই।

বঙ্গবন্ধু সহ ১৮জন সদস্য,

একে একে খুন হলো সবাই।

স্বাধীনতার তরে তোমার অবদান,

বাঙালী মাত্রই জানে।

রেসকোর্স ময়দানের সেই ভাষণ,

বারবার প্রতিধ্বনি করে কানে।

তুমি না থাকলে সেদিন,

কে করতো বাঙালীকে উজ্জীবিত?

তোমার নেতৃত্বে সাহসী হয়ে,

করেছিল তারা শত্রুকে পরাজিত।

তোমার মতো মহান নেতাকে,

ওরা করলো বিদায় চিরতরে।

মরেও তুমি আছো অমর,

ঠাঁই দিয়েছি হৃদয়ের গভীরে।

শ্রদ্ধা ভরে স্মরণ করি,

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

জান্নাতবাসী করুন তোমায়,

পরম দয়ালু আল্লাহ রহমান।