শুক্রবার বিলেতে আসছে ‘হাওয়া’: 

শুক্রবার বিলেতে আসছে ‘হাওয়া’: 

বাংলাভাষী ডেস্ক 

বাংলাদেশে ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে ঝড় তোলা মুভি ‘হাওয়া’ এবার আসছে ইউকে আয়ারল্যান্ডে সিনেমা হলগুলোতে। মেজবাউর রহমান সুমন পরিচালিত মুভিটি আগামী ১৬ সেপ্টেম্বর শুক্রবার থেকে চলবে লন্ডন, বার্মিংহাম, ডাবলিন, শেফিল্ড, বল্টন, ওল্ডহাম, গলওয়ে, লিমেরিকসহ যুক্তরাজ্যের অনেকগুলো প্রেক্ষাগৃহে।
ইংল্যান্ড, আয়ারল‍্যান্ড এবং স্কটল‍্যান্ডে এই সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছে ইউকে ও ইউরোপের সিনেমা চেইনগুলোতে রেজিস্ট্রার্ড বাংলা মুভির এক্সক্লুসিভ ডিসট্রিবিউটর রেভেরি ফিল্মস।
বুধবার এক প্রেস কনফারেন্সে এই তথ্য জানিয়েছে রেভেরি ফিল্মের কর্ণধার রন্টি চৌধুরী। লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এ প্রেস কনফারেন্সে আরও বক্তব্য রাখেন রেভেরি ফিল্মসের এডভাইজার জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু ও মিডল্যান্ড ডিরেক্টর মোহাম্মদ আলী।
সংবাদ সম্মেলনে রন্টি চৌধুরী জানান, হাওয়া সিনেমাটি নিয়ে ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে প্রবল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরুর দিনে লন্ডনের ইলফোর্ড, আয়ারল্যান্ডের ডাবলিন ও লিমেরিকের প্রথম দিনের সব টিকেট বিক্রি হয়ে গেছে।’’ তিনি আরও বলেন, যারা প্রথম দিনের শোর এর টিকিট পাবেন না, তারা দয়া করে পরবর্তী দিনগুলোতে মুভিটি দেখতে যাবেন, কেননা প্রতিটি লোকেশনেই মুভিটি সপ্তাহের প্রতিদিনই দুই বা তারও বেশী শো চলবে।

স্বাধীন খসরু বলেন, আমরা বাংলাদেশি সিনেমার বিশ্বায়ন নিয়ে কাজ করছি।
বাংলা চলচ্চিত্রের গুণগত মানে‌ ব্যাপক পরিবর্তন এসেছে জানিয়ে তিনি বলেন, নতুন প্রজন্মের সৃষ্টিশীল নির্মাতারা বিশ্বমানের সিনেমা নির্মাণের দিকে মনোনিবেশ করেছেন।
রেভেরি ফিল্মস এর মিডল্যান্ড ডিরেক্টর মোহাম্মদ আলী বলেন, বার্মিংহামে মুভিটি এবার প্রতিদিন দুটি থেকে তিনটি শো চলবে, তিনি বার্মিংহাম, শেফিল্ড এর বাংলাদেশী সিনেমাপ্রেমীদের মু্ভিটি দেখতে আসতে আহবান জানান।
উল্লেখ্য হাওয়া সিনেমা ১৬ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত লন্ডন শহরের সিনেওয়ার্ল্ড সিনেমার ইলফোর্ড, উডগ্রীন ও ফেল্টহাম ব্রাঞ্চে দিনে একাধিক শো চলবে। লন্ডনের বাইরে বার্মিংহাম, বল্টন, শেফিল্ড শহরে সিনেওয়ার্ল্ড সিনেমায় প্রতিদিন একাধিক শো থাকবে। এই প্রথম বারের মত বাঙালী অধ্যুষিত ওল্ডহাম শহরে ওডিয়ন সিনেমায় ১৬ তারিখ শুক্রবার থেকে ১৮ তারিখ রবিবার পর্যন্ত প্রতিদিন মুভিটি চলবে।
এছাড়াও আয়ারল্যান্ডের ডাবলিনে সিনেওয়ার্ল্ড সিনেমায় ও গলওয়ে শহরে আই সিনেমায় ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত প্রতিদিন সিনেমাটির শো থাকবে । লিমেরিক শহরে অডিয়ন সিনেমায় ১৮ ও ১৯ তারিখ দুটি শো থাকবে।
হাওয়া সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, নাফিসা তুষি, সোহেল মন্ডলসহ অনেকে। হাসিম মাহমুদের তৈরি সাদা সাদা কালা কালা মুভিটি হাওয়া মুভিরই একটি গান।