শীত শহরের রূপকথা

শীত শহরের রূপকথা

লুবনা ইয়াসমিন

অতঃপর তুষার শহরে রাত্রি নামে... 
শহরের শেষ বাড়িটার আলো নিভে গেলে 
দূরাগত তারার কাছে উষ্ণতা খোঁজে প্রাণ!

মিহি ফিনফিনে জোৎস্নার ওড়নায়  
রাত্রি সেজেছে মিডনাইট ব্লু রঙে 
হাজার বুটির কারুকাজে ছায়াময়ী!

দুচোখে জ্বালো দীপ, উষ্ণতা সংক্রমণ... 
বাসনার ভষ্ম থেকে জেগে উঠে আগুনে ফিনিক্স 
রাতজাগা পিয়ানোয় বাজাক ব্যাকুল বেহাগ! 

এবারের শীতের গল্পটা অন্যরকম
ইজেলে ক্যানভাসে আঁকছো একাগ্রতায় 
রূপকথারা ক্লিশে, শীত-কথা হোক না হয়!