শরতের আগমন

শরতের আগমন

তাহমিনা চৌধুরী

নীলজলে আজ এ কোন্ মিতালি

আকাশ যায় হেসে!

শুভ্রমেঘ দিশে হারিয়ে আবার 

কোথায় চলে ভেসে?

কাশবনে আজ মাতাল হাওয়া

ঘাসফড়িং এর মেলা,

বাহারি রঙের প্রজাপতিরা শুধু

কেবল করে খেলা।

কাহারো পায়ের চঞ্চল ধ্বনি

রোদেলা দুপুরে শুনে! 

সাদাফুল গুলো উড়ে বেড়ায়

তারি পথের পানে।

ধুক ধুক হৃদয়ে, প্রফুল্ল্য প্রয়াস

স্থির দাড়া হে মন,

ক্লান্তির শেষে নির্মল হাসি বলে

এইতো“শরতের আগমন”।