শ্লোগানে-শ্লোগানে কম্পিত সমাবেশের মাঠ

শ্লোগানে-শ্লোগানে কম্পিত সমাবেশের মাঠ

বাংলাভাষী ডেস্কঃঃ

দলে দলে আসছে মিছিল। শ্লোগানে-শ্লোগানে কম্পিত হচ্ছে নগরী। গোটা শহর যেন মিছিলের নগরী। খণ্ড খণ্ড মিছিল থেকে আওয়াজ আসছে - 'তারেক জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই'। সবার লক্ষ্যস্থল একটাই। মিছিল সমেত নগরীর আলীয়া মাদ্রাসা মাঠ। যেখানে রাত পোহালেই জাতীয়তাবাদী দল বিএনপির আহবানে স্মরণকালের সর্ববৃহৎ বিভাগীয় গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের জন্য নির্মিত বিশাল মঞ্চের কাজও ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

নেতাকর্মীরা জানিয়েছেন, বুধবার (১৬ নভেম্বর) রাত থেকেই মাঠে অবস্থান করছেন প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীরা। মাঠের মধ্যে থাকা স্টলের আদলে সাদা কাপড় দিয়ে মোড়ানো হয়েছে এক একটি ক্যাম্প। যেখানে নেতাকর্মীরা রাত-যাপন, খাওয়া-দাওয়াসহ সবকিছুই করতে পারছেন মাঠে থেকেই।

প্রসঙ্গত- বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদ বিলুপ্ত ও সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভিন্ন বিভাগে বিএনপি বিভাগীয় সমাবেশ করছে। সরকারি আলিয়া মাঠে অনুষ্ঠিতব্য গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমঙ্গীর।

শুক্রবার বিকালে (১৮ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়- মাঠের এক পাশে তৈরি করা হয়েছে মঞ্চ। মাঠের দুই পাশে দুটি 'বড় পর্দা' লাগানো হয়েছে। মাঠে বিভিন্ন স্থান থেকে আসা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। বেশকিছু নেতাকর্মী একেকজন একেক দায়িত্ব পালন করছেন। প্রত্যেকেই আছেন ফুরফুরে মেজাজে।

মঞ্চের তিন পাশে নির্মাণ করা হয়েছে বিভাগের বিভিন্ন এলাকা নেতাদের উদ্যোগে ক্যাম্প। ক্যাম্পে ক্যাম্পে চলছে রান্না ও খাবারে আয়োজন। ক্যাম্পগুলোতে মওজুদ করে রাখা হয়েছে চালের বস্তা, তেল ও রান্নার সামগ্রী। কয়েকজন নারীকে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ কাটতে দেখা যায়। প্রতিটি ক্যাম্পেই বড় বড় ডেকচিতে হচ্ছে রান্নাবান্না।

জুম্মার নামাজের পর প্রতিটি ক্যাম্পে খাবার পরিবেশন করা হয়। প্রত্যেক ক্যাম্পেই নিজেদের মানুষ ছাড়া অন্যান্য নেতাকর্মীদেরও খাবার দেওয়া হয়। এছাড়াও মাঠের প্রবেশমুখে 'ডা. জোবায়দা রহমান ফ্রি ফুড ক্যাম্প'। এ ক্যাম্প থেকে সমাবেশস্থলে আসা নেতাকর্মীদের পানি ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।