শহর সভ্যতা

শহর সভ্যতা

শাহনাজ সুলতানা

দৃশ্যের আড়ালে রক্তপিপাসু কুকুর ও শকূণেরা 

অহরহ হোলি খেলে বুড়িগঙ্গার শুদ্ধ আঁচলে

জিভের ডগায় কাঁচা মাংসের তীব্র লোভ 

জমাট বাঁধা লাল পিপড়ার মতো ভীড় কসাইখানায়

নামমাত্র দাম; জনপ্রতি এক সের

শুনেছি, সভ্যতার শহরে মানুষের চেয়ে না কি চেয়ারের মূল্য দ্বিগুন

সেগুন কাঠের চেয়ার, মানেই পুরোটা বালাই হাওড় মুঠোবন্দি 

এমন অলৌকিক চেরাগ তোমার ও তো আছে, হে শহর কুতুব ?

তোমার দরবারে দীর্ঘশ্বাস...প্রেমফুল কি বিক্রি হয় বিশ টাকা দামে ?