সেই নদীটি

সেই নদীটি

আশীষ কুন্ডু

সেই নদীটি,

নামহীন সে, বহমানা,

বড় ছটফটে ,আনমনা!

আমার চলার দেশে

আকাশের শেষে,

ছোঁয় সবুজ দ্বীপে

বাঁকের শেষে হাটচালা,

স্বপ্ন-সওদা ঢালা

জোয়ারে অছিলায়

মনকে নিয়ে ভেলায়

সেই নদীটির, এক তটিনী,

আমার পাড়ার কাছেই

বন্ধু হয়ে থাকেই,মনের পাশেই!

বর্ষা রাতে ঝিঁঝিঁ পোকা যত

দৌড়োয় চিন্তা মেঘমল্লার হয়ে

সুরের পাখি ভিজে পাখনায়

ঝিলমিল রোদে আলপনায়

খোলা চিঠি দেয় নিমন্ত্রণে

আমার কল্পলোকের চিত্রণে ।