সৃজনশীল ম্যাগাজিন মাসিক আলোর শুভ মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হলো লন্ডন মাইক্রো সেন্টারে

সৃজনশীল ম্যাগাজিন মাসিক আলোর শুভ মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হলো লন্ডন মাইক্রো সেন্টারে

নূরজাহান শিল্পী 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় পূ্র্ব লন্ডনের একটি সেন্টারে সৃজনশীল মাসিক ম্যাগাজিন “আলো “ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্টিত হয়ে গেলো ll
উক্ত অনুষ্টানে  সভাপতিত্ব করেন বাংলাভাষী পোর্টাল এর সম্পাদক  – ওলিউর রহমান খান 
অনুষ্ঠান উপস্থাপনা করেন – দ্যা এডিটরের সম্পাদক আহাদ চৌধুরী বাবু। সমগ্র অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন- কমিউনিটি এক্টিভিস্ট ও কবি  তাহেরা জিনিয়া।

সৈয়দা নাসিমা কুইন  এর কন্ঠে জাতীয় সংগীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান ,
শুরুতে শুভেচ্ছা  বক্তব্য রাখেন মাসিক  আলোর সম্পাদক নূরজাহান শিল্পী 
তিনি বলেন ,মুক্তিযুদ্ধ বাঙালী  জাতির সবচেয়ে বড় একটি অর্জন ,তৃতীয় বাংলা খ্যাত ইংল্যান্ডে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার প্রয়াসে আলোর যাত্রা এবং কমিউনিটির সুখ-দুঃখের কথা বলবে আলো


বলবে আমাদের বাচ্চাদের সফলতা ব্যর্থতার গল্প 
আলো বলবে অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্যের গল্প ,আলো ম্যাগাজিন  থেকে অন্তত একজন পাঠক ও যেন তার জীবনের ধারা গতিবিধি বদলে নিতে পারে ,সেটাই হবে আলোর স্বার্থকতা , উনি আহ্বান করেন এই আলো জালিয়ে রাখার দায়িত্ব কমিউনিটির সর্বস্তরের মানুষদের কাছে ll


মাসিক আলোর সম্পাদক মন্ডলীর  সভাপতি ওলিউর রহমান খান  বলেন ,আমাদের বাংলাভাষী মিডিয়ার পক্ষ থেকে আলো নামে একটি পূর্ণাঙ্গ ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে ,আজ সেই ম্যাগাজিন হাতে নিয়ে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রথম প্রয়াস সফল হয়েছে 


ম্যাগাজিনটি সম্পাদনার যে কঠিন দায়িত্ব নুরজাহান শিল্পী নিয়েছেন এজন্য তাকে শুরুতেই অভিনন্দন জানাই 
ঘুনে ধরা সমাজে অন্ধকার কেটে  আলো আসুক l
গতানুগতিক চিন্তার বাইরে এই ম্যাগাজিনটি পাঠকদের খোরাক দেয়ার চেষ্টা করে যাবে 


আমি আশা করি বাংলাভাষী  পোর্টাল যেমন পাঠক আকৃষ্ট করতে কোন অযাচিত পন্থা  মুখরোচক চটকদার খবর বা শিরোনাম  দেয়ার পথ বেছে নেয়নি ,ঠিক একই ভাবে আমাদের বাংলাভাষী পরিবারের এই প্রকাশনাটি ও রুচিশীল পাঠকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে। 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
 টাওয়ার হ্যামলেট এর মাননীয় স্পিকার  জাহেদ চৌধুরী বলেন, বিলেতে বাংলাদেশিরা বাংলা ভাষার বিশ্বায়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিলেতে বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্র অনন্য ভূমিকা পালন করছে এবং এর রয়েছে শতবছরের ইতিহাস। বিলেতে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরতে হবে।

সম্মানিত অতিথির বক্তব্যে লন্ডনের নিউহাম কাউন্সিলের স্পিকার রহিমা রহমান বলেন, বিলেতে রাজনীতির মতো সংবাদ মাধ্যমেও নারীদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে। মূলধারার সংবাদ মাধ্যমে নতুন প্রজন্মকে কাজ করতে হবে।

রহিমা বেগম আরো বলেন পুরুষদের এগিয়ে  যাওয়ার জন্য নারীরা অনুপ্রাণিত করতেন সব সময় একজন পুরুষের সফলতার পেছনে নারীর  বিরাট ভূমিকা থাকে 
 এখন সময় এসেছে নারীদের সফলতার পেছনে পুরুষদের বিরাট ভূমিকা রাখার  


কমিউনিটির  সবাই এগিয়ে আসুক এবং এই ধরনের মুদ্রিত  ম্যাগাজিন যেন দীর্ঘকাল টিকে থাকে এই প্রত্যাশা ব্যক্ত করেন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুননবী চৌধুরী, তিনি বলেন তিনি দীর্ঘকাল মুদ্রিত  ম্যাগাজিন কিংবা অনলাইন পোর্টালের  সাথে সম্পৃক্ত রয়েছেন এবং আলোর জন্য উনি শুভকামনা জানান আলো যেন দীর্ঘদিন টিকে থাকে 


সাবেক  বিসিএ প্রেসিডেন্ট  কমিউনিটি ব্যক্তিত্ব বজলুর রশীদ এমবিই বলেন ,বুকশেলফ  থেকে একটি বই কিংবা ম্যাগাজিন হাতে নিয়ে পড়ার মধ্যে যে তৃপ্তি সেটা অনলাইনে খুঁজে পাওয়া যায় না বর্তমানে প্রিন্ট মিডিয়া টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে 
এই আলোকে জ্বালিয়ে রাখার জন্য অর্থনৈতিক সাপোর্ট কমিউনিটি থেকে আসা  খুবই জরুরী এবং কমিউনিটির  সবাইকে উনি  ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন
 লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা,বলেন আমরা আশাবাদী আলো নতুন কিছু নিয়ে আসবে 
কাউন্সিলর মুজিবুর রহমান জসিম বলেন আলো জ্বালাতে হলে আলো নিজে জ্বলে না আলোর পেছনে কিছু লোক লাগে , আমরা সবাই যেন সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে আলোকে এগিয়ে নিতে পারে


জেনারেল সেক্রেটারি লন্ডন বাংলা প্রেস ক্লাব এর তাইসির মাহমুদ বলেন ,নুরজাহান শিল্পীর ক্ষুরধার  লেখনী সবার মন কেড়েছে , লেখক হিসেবে উনি যেমন সফল সম্পাদক হিসাবেও উনি একজন সফল সম্পাদক হয়ে উঠবেন আশাবাদী 
যুক্তরাজ্য আওয়ামীলীগ ,
অনলাইন ২৬ চ্যানেল এর
চেয়ারম্যান।
বাংলাকাগজ পত্রিকায় উপদেষ্টা ,
ম্যানচেষটার আওয়ামীলীগের ভার প্রাপ্ত সাধারন সম্পাদক ,
 রুহুল আমিন রুহেল বলেন , মাসিক আলো কমিউনিটির জন্য বিরাট ভূমিকা রাখুক আমরা সবাই সর্বাত্মক চেষ্টা করে যাব আলো যেন বিলেত বাংলাদেশের সেতু বন্ধন হয়ে কাজ করে যেতে পারে 


 লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি এবং মেয়র লুৎফর রহমানের  adviser  মুহাম্মদ জুবায়ের,বলেন আলোর জন্য শুভকামনা আলো  আমাদের কথা বলুক ,আলো কমিউনিটির কথা বলুক 
এক্স ডেফুটি মেয়র  আহম ওহিদ বলেন ,আমরা আশাবাদী আলো নতুন কিছু করে দেখাবে 
সিলেটের ডাকের সাবেক সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি  


আব্দুস সাত্তার বলেন সম্পাদকীয় থেকে আমাদের দেখার বাইরে যে জগত রয়েছে আমাদের জানার বাইরে যে জগৎ রয়েছে সেই জগতকে আলো নিয়ে আসুক আলোতে 
 সাবেক স্পিকার আহবাব হোসেন, বলেন আলো  মুদ্রিত ম্যাগাজিন এর  উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে অন্যদেরকেও  অনুপ্রাণিত করুক 


আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী বলেন , মৌলভীবাজার শহরে আলোকিত পরিবার একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান নুরজাহান শিল্পী সৃজনশীল মৌলিক ম্যাগাজিন বের করার কাজে হাত দিয়েছেন আমরা আশাবাদী উনি নতুন কিছু করে দেখাবেন 
নুরজাহানের নামের মাঝে লুকিয়ে আছে তার আলো 
সে আলোয় আলোকিত হবে পৃথিবী
 বিসিএ সেক্রেটারি মিটু চৌধুরী,বলেন আকাশের তারার মতো উজ্জ্বল হোক সম্পাদক নুরজাহানের আলো 
 কবি ও সাংবাদিক মুজিবুল হক মনি বলেছেন একজন নারী হয়ে  চারবৃত্তের বাইরে এসে  কমিউনিটি কে সেবা দেবার যে কাজে উনি হাত দিয়েছেন আমরা প্রশংসা ও সাধুবাদ জানাই
লেখক সুজাত মনসুর ,বলেন নুরজাহান নারীদের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে কাজ করুক নুরজাহানের দেখে অনেক নারীরা বেরিয়ে আসুক বৃত্ত ছেড়ে কমিউনিটির জন্য এমন কিছু করুক 
কবি শাহারা  খান অভিনন্দন জানিয়ে বললেন উনি গর্বিত উনি আনন্দিত আলো ম্যাগাজিন এর  উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন পাঠক যেন এক সংখ্যা পড়ার পরে দ্বিতীয় সংখ্যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে


 ব্রেন্ট কাউন্সিলার রিতা বেগম বলেন ,নারীরা এখন সম্পাদনার কাজে এগিয়ে আসছে  এর চেয়ে আনন্দের কোন কিছু নেই 
অনুষ্টানে উপস্থিত ছিলেন কবি আতাউর রহমান মিলাদ , কবি মশাইদ আহমেদ ,ছড়াকার হিলাল সাইফ ,কবি আজিজুল আম্বিয়া কবি আব্দুল বাকী চৌধূরী ,কবি নুরুন নবী ,বাসিয়া প্রকাশনীর  স্বত্বাধিকার নবাব মিয়া ,কবি সালমা বেগম 
আরো উপস্থিত ছিলেন কাউন্সিলার রেজিনা হামিদ

,কাউন্সিলার শাহানীয়া  জেরিন , কাউন্সিলর রেবেকা  সুলতানা ,কাউন্সিলর ফজলুর রহমান ,কাউন্সিলর শাহ সোহেল 
লেবার পার্টির সেক্রেটারি সুয়েজ মিয়া ,সাংবাদিক আনোয়ার শাহজাহান ,সাংবাদিক মুনজের আহমেদ চৌধূরী ,সাংবাদিক রহমত আলি ,কমিউনিটি কর্মী হেনা বেগম ,সংবাদপাঠিকা  রুপি আমিন ,
উপস্থিত ছিলেন মাসিক  আলোর 
উপদেষ্টারা ,শাহিনুর রহমান ,মোকাদ্দেস আহমদ চৌধূরী ,দেলোয়ার আহমদ শাহান ,


আরো উপস্থিত ছিলেন শাহনাজ বখত , দুরুদ বখত ,মাইশা বখত ,তায়িবা রহমান ,সালসাবিল রহমান , জাহানারা উদ্দিন ,আজিজুর রহমান ,সুলতানা বেগম ,মাসুদ খান ও উনার সহধর্মিনী ,লোমা রশীদ ,মহান রশীদ ,সাবরিনা রহমান ,লিটন চৌধূরী , শওকত চৌধূরী ,ব্যবসায়ী রায়হান , মুহিদ রহমান আব্দুল বাসিত ,বিউটিফুল লেডিস গ্রুপের মিসবাহ আহমেদ  এবং শাহেলা আহমেদ

উপস্থিত ছিলেন 
জনমতের সহযোগি সম্পাদক মুসলেহ উদ্দিন  এটিএন বাংলা টিভির নিউজ এডিটর সায়েম চৌধুরী দৈনিক প্রতিদিন ইউকে সপাদক আ স ম মাসুম আই অন টিভির চিপ রিপোটার আব্দুল কাদির মোরাদ,কিউ টিভির আব্দুল কাইউম, টিভি ওয়ানের জাকির হোসেন, ইকরা টিভির আলাউর রহমান শাহিন,চ্যনেল এস এর ইব্রাহীম খোকন ,

দেশ পত্রিকার ফয়সল মাহমুদ,বিলাত টিভির ইমরান আহমদ,হাওয়া টিভির সিও রুমানা আনাম ডাইরেক্টর রুকশানা পারভীন জুসনা, মাহমুদুর রহমান শানুর সহ বহু সাংবাদকর্মি, কমিউনিটি এক্টিভিস্ট তাজুল ইসলাম রায়হান আহমদ শেখ তপু, আশরাফ হোসেন সফি, আব্দুল কাদির হোসেন আহমদ সুজা সালেহ আহমদ সোয়েব আহমদ প্রমুখ 


কেক কাটার পর  ,সৈয়দা নাসিমা কুইন এর কন্ঠে আধুনিক গান পল্লী ভাটিয়ালি জারি সারি  গানের মধ্য দিয়ে দর্শকদের উৎফুল্লতা মনোরঞ্জনে  এবং নৈশ ভোজের মাধ্যমে সমাপনী হয় মাসিক আলোর মোড়ক উম্মোচন  অনুষ্ঠান ll