সাতকাহন

সাতকাহন

গোলাম কিবরিয়া ( শরীফ) 

 হাসিটা বেশ রপ্ত করেছে, 

 নির্জলা চোখ - আড়াল করেছে, 

 হয়েছে সত্যের সাতকাহন। 

 হ্যাঁ, প্রিয়তমা -

 ভালো আছো আগের মতন। 

ছোট্ট ডিঙ্গির ছেঁড়া মাস্তুলে, 

এখন আর তোমাকে - 

ফোঁড় দিতে হয় না। 

হয়না কোনও সম্ভাব্যতার মাপকাঠি তে-

অংক মেলানো। 

কারন তুমি জানো নিশ্চিন্তে থাকা ছাড়া -

তোমার সামনে আর ;

কোনও পথ নেই! 

 হ্যাঁ প্রিয়তমা -

 ভালো আছো আগের মতন! 

আর সে?  

হাসিটা বেশ রপ্ত করেছে - নির্জলা চোখ আড়াল করেছে, 

 হয়েছে সত্যের সাতকাহন। 

গোধুলির আধো আলোয় লুকিয়ে -

এখন আর তোমাকে, 

উপহার নিতে হয় না চুপিসারে ;

কারন তুমি জানো -

অনাসৃষ্টির মাঝে অংকুরিত, 

গোলাপের ডালে-

পঁচন ধরেছে বহু আগে। 

হ্যাঁ প্রিয়তমা, 

ভালো আছো আগের মতন। 

আর সে? 

হাসিটা বেশ রপ্ত করেছে -

নির্জলা চোখ আড়াল করেছে, 

 হয়েছে সত্যের সাতকাহন। 

বিবর্ন বৃহন্নলার মত,

তার স্বপ্ন গুলিও এখন 

আনপোলারাইজড। 

চার চাকার বাহনে চেপে আছে -

তার সংযত সময়। 

ঊষা আসে, ভলোবাসে -

নিয়ে যায় মাঝসমুদ্রে ;

গোধুলিতে ফেরত দিয়ে যায় -

শুন্যের কোলে। 

সে দেখে আর হাসে - 

" সময়ের আগেই সময়ের সাথে 

হয়েছে সঙ্গম।"

নির্জলা চোখ আড়াল করেছে, 

 হয়েছে সত্যের সাতকাহন......