সুদানের রাজধানী খার্তুমে ব্যাপক গোলাগুলি

বাংলাভাষী ডেস্কঃঃ

উত্তর আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার খার্তুমের দক্ষিণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আশেপাশে গুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটে।

কয়েকদিন ধরেই সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে চরম উত্তেজনার উত্তেজনা চলছিল, তা বৃহস্পতিবার থেকে প্রকাশ্যে আসতে থাকে। এর জেরেই এ গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, দক্ষিণ খার্তুমে আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) একটি ঘাঁটিতে সংঘর্ষ, বিস্ফোরণ এবং বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক আলজাজিরা টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা গেছে, খার্তুমে সামরিক বাহিনীর গাড়ি ছুটছে। কয়েক জায়গায় থেকে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে চারদিকে ছড়াচ্ছে। আতঙ্কে ছোটাছুটি করতে দেখা গেছে সাধারণ মানুষকে। প্রধান সড়কগুলো অনেকটাই জনশূন্য।

সেনাবাহিনী ও আরএসএফ উভয় বাহিনীর প্রধানরা নিজেদের মধ্যে বিবাদ কমিয়ে আনতে প্রস্তুত বলে শুক্রবার এবং শনিবার দিনের শুরুতে মধ্যস্থতাকারীদের জানিয়েছিলেন। এর মধ্যেই রাজধানীতে এই সংঘর্ষের খবর আসলো। সূত্র: আল জাজিরা, বিবিসি।