সেন্ট্রাল আইল্যান্ড

সেন্ট্রাল আইল্যান্ড

তাহমিনা চৌধুরী 

সেন্ট্রাল আইলেন্ডের একটি বড়ো পুকুরে এই শাপলা গুলোকে দেখে,আমার ছোট্ট গায়ের পুকুর কে খুব মনে পড়লো।খানিকক্ষণ তাকিয়ে ছিলাম। কেমন জানি দুপুরের কড়া রোদে শাপলার কচি ফুল আর সবুজ পাতা গুলো আরো ঝলমলে হয়ে উঠলো। ইচ্ছে জাগলো ছুঁইয়ে দেখি কেমন লাগে?আকাশের রুপম নীলাদ্রি পুকুরের জলকে যেনো নীলের ভাগ দিয়েছে তাই অপূর্ব নীল জলের মাখামাখি। পুকুর পাড়ে লম্বা সিড়িও আছে,সেখানে গিয়ে পা ধুয়ে নিলাম। 

স্বচ্ছ শাদা জলে। পাড়ের বড়ো গাছগুলোতে ছোট ছোট কচি পাতা ঝুলে আছে, আহা! মালার মতন। 

মৃদু বাতাসে এদিক সেদিক দুলছে অবিরত। রোদের ঝিলিক; গাছগুলোর ফাঁকে ফাঁকে পড়ে জলের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে। এ-দৃশ্যটি উপভোগ করতে করতে“ সুবহানাল্লাহ” মুখ থেকে বেরিয়ে আসলো। অপরুপ সৃষ্টি যার তুলনা হয় না। 

 

 --------১২/৮ /২০২২