সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে শান্তি রক্ষা হচ্ছে: মোমেন

বাংলাভাষী ডেস্কঃঃ

সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জিরো টলারেন্স’ নীতি এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অবদান রাখছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২ মার্চ) ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আজ নয়াদিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বক্তৃতাকালে এ মন্তব্য করেন।

বাংলাদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের দীর্ঘস্থায়ী উপস্থিতির কারণে ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি এড়াতে তাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধে ব্যবস্থা নিতে জি-২০ দেশগুলোকে সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণের পক্ষে কথা বলেন। তিনি জি-২০ নেতৃত্বকে ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের জন্য পর্যাপ্ত তহবিল এবং বাস্তবায়নের উপায় বের করার আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী অন্যান্য পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি গ্রুপ কলে যোগ দেন। এ ছাড়া তিনি মিশর, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, তুর্কি, যুক্তরাজ্য, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেন।

সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধন করা ভূরাজনীতি এবং ভূ-কৌশল বিষয়ক ভারতের ফ্ল্যাগশিপ সম্মেলন রাইসিনা ডায়ালগের চতুর্থ তম সংস্করণের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। সংলাপের উদ্বোধনের পর তিনি ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে যোগ দেবেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে জি-২০ এফএমএম-এ যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এখন দিল্লিতে রয়েছেন। বৈঠকে জি-২০ সদস্য ও অতিথি দেশগুলোর প্রায় সব পররাষ্ট্রমন্ত্রী অংশ নিচ্ছেন।