সুন্দরের জয়গান

রাবেয়া পারভীন

সৃস্টিকর্তা কি অপরুপ করে গড়েছেন এই পৃথিবী। যে দিকে তাকাই শুধুই মুগ্ধ হয় দু নয়ন। এই অপার সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষকে দিয়েছেন মন আর চোখ। চোখ দিয়ে আমরা দেখি আর মন দিয়ে অনুভব করে আমাদের মন আলোকিত হয় তখনি আমরা স্রষ্টার মহিমা বুঝতে পারি। আল্লাহ নিজে সুন্দর তাই সৃস্টিও সুন্দর। তার মহিমা বোঝার জন্য তিনি মানুষকে দিয়েছেন জ্ঞান। সেই জ্ঞান অর্জন করার জন্য মানুষকে দিয়েছেন শিক্ষা। যা মানুষ কষ্ট করে অর্জন করে। শিক্ষা দু ভাবেই মানুষ গ্রহন করতে পারে , একটা সুশিক্ষা আরেকটা কুশিক্ষা। সুশিক্ষা মানুষকে আলোকিত করে। সে আলোর পরশে চারপাশ আলোকিত হয়। একজন সত্যিকারের শিক্ষিত মানুষ পরশপাথরের মত যার ছোঁয়া পেলে চারপাশ সুন্দর হয়ে যায়। আর কুশিক্ষা মানুষকে শয়তানে পরিনত করে শয়তান প্রতিনিয়ত মানুষের ক্ষতিসাধন করে। তবুও জেনেশুনে আমরা মাঝে মাঝে শয়তানের পাল্লায় পড়ে যাই। মানুষ রুপি কিছু শয়তান আছে যাদের আমরা চিনতে ভুল করি। তাদের দ্বারা প্রতারিত হই। সেই কষ্ট আমাদের কুড়ে কুড়ে খায় এমন কিছু বিপদের সম্মুখীন হই আমরা, যা সহ্যকরাও যায়না কাওকে বলাও যায়না। আমি সবসময় অসুন্দর থেকে দুরে থাকতে চাই আমরা মানুষ, সৃস্টির সেরা, আমাদের স্রেস্ঠত্ব দিয়ে আমরা সৃস্টিকর্তার প্রিয় ভাজন হতে চাই। বলতে চাই হে আমাদের প্রতিপালক , আমরা না চাইতেই তুমি আমাদের সকলকিছু দিয়ে ভরিয়ে দিয়েছো আমরা তোমার কাছে কৃতজ্ঞ। আমরা আমাদের কর্ম দিয়ে, ভালোবাসা দিয়ে যেন তোমার ভালোবাসা অর্জন করতে পারি। তোমার সুন্দর সৃস্টির অর্থ যেন বুঝতে পারি। পৃথিবীর যত পাপ যত গ্লানি সব মুছে যাক। সুন্দরের জয়গানে মুখরিত হোক।