সন্ধ্যা থেকে অন্ধকারে সিলেটের বেশির ভাগ এলাকা

বাংলাভাষী ডেস্ক::

সিলেটের কুমারগাওয়ে বিদ্যুৎ কেন্দ্রের ৩৩ কেভি গ্রেডে ৩৩ কেভি সার্কিট ব্রেকার নষ্ট হওয়ায় রবিবার সন্ধ্যা থেকে অন্ধকারে রয়েছে সিলেটের বেশিরভাগ এলাকা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট বিদ্যুৎ বিভাগ ১- এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম বলেন, ‘কাজ শেষ হতে আরও ৫ ঘন্টা (কমবেশি হতে পারে) সময় লাগতে পারে।’

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বিবিবি-১ এর ৩৩ কেভি শেখঘাটের গ্রিড প্রান্তে ব্রেকারের সিটি ব্লাস্ট হওয়ার কারণে শেখঘাট উপকেন্দ্রের আওতাধীন সকল গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। পুনরায় বিদ্যুৎ সরবরাহ সচল করার জন্য কাজ চলমান আছে।