স্পর্শের বাইরে

স্পর্শের বাইরে


মুন্নী ফারজানা 

আমার শত কল্পনা, শত অমূলক আশা
রঙিন পাখনায় ভর করে, 
কেঁদেছে হেসেছে সবই তো তোমায় ঘিরে। 
লুকোনো নেশার মতো তোমায় না পাওয়ার কষ্টে,
আজ আমি অনুভবে অন্তর দহনে দগ্ধ প্রতিক্ষন।
আজকাল সন্ধ্যার মন ভোলানো হাওয়াও স্পর্শ করে না,
তোমার বিরহে হৃদয় জীর্ণ ক্লান্ত। 
আজও প্রভাত আলোতে হৃদয় খোঁজে ফেরে তোমায়,
ধ্বনিত হয় হৃদকম্পে তোমার দীপ্ত বাণী। 
অব্যক্ত কথা পুঞ্জীভূত হয়ে হৃদয় উঠে গুমরে, 
স্বপ্ন ভাঙ্গার বেদনার ঢেউ জেগে উঠে বারংবার। 
তোমারই বিরহে ব্যাকুল রক্তাক্ত হৃদয়,
দিবানিশি তোমার পা'য়ের শব্দ শুনতে পাই;
শরৎ আকাশে তারই প্রতিচ্ছবি দেখি!
পরক্ষণেই বুঝতে পারি আমারই ভ্রম। 
সব ভুলতো আমারই ছিল, 
এখন তোমার চোখে চোখ রাখা যোগ্য যে আমি নই।
তবে কি করে! পাবো তোমার হৃদ মন্দিরে ঠাঁই? 
নিস্তব্ধ সন্ধ্যায় নির্জন মাঠের মাঝে একা দাঁড়িয়ে, 
দূর পানে অনিমেষ আঁখি স্তব্ধ চেয়ে থাকে।
নক্ষত্রালোকে অন্ধকারে দাঁড়িয়ে দেখি আর ভাবি,
পারো না তুমি একবার ভুল ভেবে ক্ষমা করতে?
আজ অসীম জগৎ সংসারে বড্ড বেশি আমি একা।