স্বাধীনতা

স্বাধীনতা


          শাহারা খান 
   
স্বাধীনতার এই দিবস এলে,
আনন্দের মাঝেও করি হাহাকার।
রক্তের বিনিময়ে পেয়েছি তাহা,
স্মরি ব্যথা পাই বারবার।

কত মা হারালো স্বামী,সন্তান,
কত মজুর হারালো ভিটা।
স্বাধীনতার সুখ তাইতো ভাইরে,
মধুর চেয়েও লাগে মিঠা।

দেশকে মুক্ত করতে সেদিন,
বাংলার মানুষ হয়েছিল ঐক্যবদ্ধ।
পরাধীনতার শৃঙ্খল ভাঙতে,
ঘটেছিল ভয়াবহ এক যুদ্ধ।

মুক্তিযুদ্ধের বিরোধিতা করে,
 রাজাকার আল বদর বাহিনী।
নিজেদের ফায়দা হাসিল করতে,
দেশের সাথে করেছে বেঈমানী।

মুক্তিযোদ্ধার খবর পৌছাতো,
করতো আরও নারী ধর্ষণে সহায়তা।
মনে হলে ক্ষোভের আগুন জ্বলে,
কেমনে করলো এমন বর্বরতা!

ষড়যন্ত্র করে ওরা পারেনি রুখতে,
শৃঙ্খল ভাঙতে পরাধীনতার।
মুক্তি পাগল দামাল ছেলেরা,
এনেছে ছিনিয়ে স্বাধীনতা বাংলার।

স্বাধীনতার সূর্য আনতে গিয়ে,
দিয়েছে যারা হাসি মুখে প্রাণ।
হৃদয়ে লিখেছি তাদের নাম,
দিবোনা দিতে কভু তা ম্লান।