স্বার্থপর

স্বার্থপর

রাসেল আহমেদ সাগর 

পৃথিবীটা বড্ড বেশি স্বার্থপর 

দিবানিশি চলছে স্বার্থের খেলা, 

নিপুণ হাতে তৈরি অট্টালিকা  

 ভুমিকম্পের কাছে অসুহায় আজব লীলা। 

শৈশব থেকে কৈশোর যৌবন বৃদ্ধ 

অতঃপর চলে যাবার ডাক, 

কি লাভ চল-চাতুরী করে ভালো থাকার 

মিথ্যা অভিনয় বন্ধ এবার থাক। 

সবাই কে আলো দেওয়া সূর্যটাও 

স্বার্থের কাছে হার মেনে মুখ লোকায়, 

হাজারো তারার সঙ্গী চাঁদ  

সেও শেষ রাতে একাকী সময় কাটায়। 

সকালের পাখি গুলো রাতে শব্দহীন 

লালিত ময়না সেও কথা কয়না, 

পাহাড় সমান হৃদয়টা বাকরুদ্ধ  

এতো জৃালাতন সয়না।

হাতের মোবাইল তারও অনেক চাহিদা, 

কলম সেও খাতার জন্য ব্যাকুল, 

সুন্দরের পূজারী আখি গুলো 

ঝকমকে দেখার জন্য সর্বদা আকুল। 

 স্বার্থপর পৃথিবীতে তুমি কেন চুপ থাকবে 

 আনমনে বিরহের চিতায় জৃলবে, 

মিথ্যা মায়ার টানে একলা একা 

আমাকে নিয়ে ভাববে। 

রোজ কবিতার খাতার পৃষ্ঠা গুলো

আমি কেন অহেতুক নষ্ট করবো, 

সিদ্ধান্ত একটাই গন্তব্য বিহীন পথে 

আমি একা শুধুই একা চলবো।