সময়,বসন্ত ও সম্পর্ক

সময়,বসন্ত ও সম্পর্ক
হাবিবুর রহমান হাবিব 
ক‌তো বসন্ত আ‌সে আর যায়,
পাতা,মঞ্জুরী ঝ‌রে যায়।
সময়ও থে‌মে থা‌কে না,
ধী‌রে ,ধী‌রে স্মৃ‌তির পাতায়ও,
ধূলা জ‌মে উ‌ঠে।
ম‌নে প‌ড়ে না, ম‌নে রা‌খে না,
‌কোন সম্পর্কই স্থায়ী হয় না।
আকা‌শেরও রঙ বদলায়,
নক্ষত্রও এক‌দিন ম‌লিন হ‌য়ে যায়।
‌যৌবনা নদ,নদীও ক্ষ‌য়ে যায়,
ক‌তো পথ বদলায় গ‌তির।
তাই সম‌য়ের বসন্ত,
সম‌য়েই  শেষ হ‌য়ে যায় ।