সিলেটে অরফান ভিলেজের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেটে অরফান ভিলেজের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাভাষী ডেস্কঃ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মঙ্গলের জন্য কাজ করেন। তাঁর নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম দুর্বার গতিতে এগিয়ে চলেছে। 

বৃহস্পতিবার বিকেলে সিলেট সদর উপজেলার ছালিয়া এলাকায় যুক্তরাজ্যভিত্তিক কমিউনিটি এগেইনস্ট পভারটি (ক্যাপ)-এর আর্থসামাজিক প্রকল্প ‘দ্যা গার্ডিয়ান এন্ড অরফান ভিলেজ’র উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এতে ১০০ অনাথ শিশুর কারিগরি ও আধুনিক শিক্ষার সুযোগ সৃষ্টি হবে। 

মন্ত্রী বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। কাজেই এ মাস সবার কাছে তাৎপর্যপূর্ণ। এছাড়া, এ বছর আমরা বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসব পালন করছি পাশাপাশি এ বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উৎসব পালন করছি। ক্যাপ ফাউন্ডেশনের এ উদ্যোগ মানুষের কল্যাণে আসবে বলে মন্তব্য করেন তিনি। 

অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, চ্যানেল এস এর চেয়ারপার্সন আহমদ উস সামাদ চৌধুরী জেপি প্রমুখ বক্তৃতা করেন।  

এর আগে বৃহস্পতিবার সোয়া ২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ড. আব্দুল মোমেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিলেট স্টেশন ক্লাব আয়োজিত চা চক্রে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। কয়েক ঘন্টার এই সফর শেষে রাত সাড়ে ৮টার দিকে বিমানযোগে ঢাকায় ফিরে যান তিনি।

অনুষ্ঠানশেষে পররাষ্ট্রমন্ত্রী সেখানে তার মা মহীয়সী নারী সৈয়দা শাহার বানুর নামে নির্মিত লাইব্রেরীর উদ্বোধন করেন। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সিলেট সরকারি মহিলা কলেজ, মদনমোহন কলেজ ও কিশোরী মোহন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রাখেন। তিনি আরো বলেন, তারা ১৩ ভাইবোনের মধ্যে ১২ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ছিলেন।

উল্লেখ্য, কমিউনিটি এগেইনস্ট পভারটি (ক্যাপ) সিলেট সদর উপজেলায় ছালিয়া এলাকার সালুটিকর রোডে ‘দ্যা গার্ডিয়ান এন্ড অর্ফান ভিলেজ’ গড়ে তুলছে। সেখানে ১০০ জন এতিম শিশুদের থাকা খাওয়াসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত স্কুল, ট্যাকনিকেল কলেজ, মসজিদ, ডরমেটরি ও ইনডোর স্পোর্টস ইত্যাদি থাকবে।