সি‌লে‌টে কেক কেটে বাংলাভাষী’র বর্ষপূর্তি উদযাপন 

সি‌লে‌টে কেক কেটে বাংলাভাষী’র  বর্ষপূর্তি উদযাপন 

যুক্তরাজ্য থেকে সাংবাদিক ওলিউর রহমানের সম্পাদনায় প্রকাশিত অনলাইন পোর্টাল বাংলাভাষী’র ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে সিলেটে আয়োজিত অনুষ্ঠান সূধীজনের মিলন মেলায় পরিণত হয়েছিলো। মঙ্গলবার রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সিলেটের বিভ‌িন্ন শ্রেণী-পেশার মানুষ। সংক্ষিপ্ত পরিসরে কেক কেটে অনুষ্ঠানের আয়োজন হলেও সূধীজনের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছিলো বর্ষপূর্তির এ আয়োজন।

এতে উপস্থিত হয়েছিলেন সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট সিটি কর্পোরেশ‌নের সাবেক প্যানেল মেয়র ও বর্তমান কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, লেখক কলামিস্ট শমসের আলী, ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শফিক উদ্দিন, বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আব্দুল কুদ্দুস টিটু, ডেইলি নিউ নেশন এর সিলেট ব্যুরো চীফ শফিক আহমদ শফি, কন্ঠশিল্পী, এজাজ আহমদ, পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী কন্ট্রাক্টর জুবের আহমদ, নোমান আহমদ টিপু, খন্দকার শাহনুর হো‌সেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংবাদিক মো. ফয়ছল আলম।