সিলেটকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলব: আনোয়ারুজ্জামান চৌধুরী

বাংলাভাষী ডেস্কঃঃ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে যদি বিজয়ী হতে পারি তা হলে সিলেটকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলব। তিলোত্তমা সিলেটের নগরীর অংশীদার হবে সকল নগরবাসী, কেউ বঞ্চনার শিকার হবে না।

বৃহস্পতিবার (১ জুন) বিকালে নগরীর মেন্দিবাগস্থ কর আইনজীবীদের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, সিলেট নগরীর ভাঙা রাস্তা, জলাবদ্ধতা ও মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে। আমি নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান হবে। নির্বাচিত হতে পারলে মাস্টারপ্ল্যান করে সিলেটকে নতুনভাবে গড়ব।

কর আইনজীবী সমিতির সভাপতি ইসতিয়াক হোসাইন মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপনের পরিচালনায় বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন আহমদ, সিলেট বারের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম পাঠান, অধ্যাপক শফিকুর রহমান, অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, অ্যাডভোকেট ছালেহ আহমদ সেলিম, অ্যাডভোকেট শামসুল ইসলাম, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, সৈয়দ কামাল আহমদ, অ্যাডভোকেট এমদাদুল হক, অ্যাডভোকেট মিসবাউর রহমান আলম, সজল কুমার রায়, মোহাম্মদ আলী খোকন, অ্যাডভোকেট মামুনুর রশিদ, অ্যাডভোকেট ইকরামুল হাসান শিরু, মিন্টু চন্দ্র রায়, সারওয়ার হোসেন খছরু, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট বাবলু চনদ্র ভোমিক, মওদুদ আহমদ, আসাদুজ্জামান চৌধুরী, দেব দুলাল চৌধুরী, আরিফ আহমদ, কমলেন্দ্রু ভট্টাচার্য প্রমুখ।