সিলেটের কদমতলী ফল মার্কেটে আগুন

বাংলাভাষী ডেস্কঃঃ

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীর ফল বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার সময় এই আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিলেট দক্ষিণ ফায়ার স্টেশন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে জানায়, বেলা ১২টা ৩০ মিনিটে তারা আগুন লাগার খবর পায়।

পরে দক্ষিণ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ফল মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি দক্ষিণ ফায়ার স্টেশন কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সিলেট দক্ষিণ ফায়ার স্টেশনের কন্ট্রোল রুমে কর্তব্যরত ফায়ার ফাইটার মো. হানিফ সিলেটটুডেটোয়েন্টি ফোরকে জানান, ১২টা ৩০ মিনিটে তাদের কাছে কদমতলীর ফল বাজারে আগুন লেগেছে এমন তথ্য আসলে তারা সাথে সাথে ঘটনাস্থলে দুটি ইউনিট প্রেরণ করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে এখনো প্রতিবেদন তৈরি না হওয়ায় আগুনে ক্ষয়ক্ষতির বিবরণ ও আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার ফাইটার মো. হানিফ।