সুললিতা  ( ৯ম পর্ব ) 

সুললিতা   ( ৯ম পর্ব ) 

আব্দুল হাকিম

সুললিতা - তোমার বুকে প্রবাহিত প্রতিটি নিশ্বাস বায়ু

আমি মাশুকরুপে করেছি গ্রহণ বাড়ায়েছি প্রেমের আয়ু

আমি স্বর্গ দেখিনি, দেখেছি মুগ্ধ নয়নে অপরূপ তোমার 

দিবসের দুপুরে তোমার নাভির পুকুরে কেটেছি সাতার। 

কখনো বা দেখিছি তোমায় ; নব যৌবনা মানবি রুপে,

আঁখিদ্বয়ে হৃদভরে তোমার সে সৌন্দর্য নিয়েছি লুফে।

কখনো বা দেখেছি তোমায় বৈশাখের তুমুল তান্ডবে

ভৈরবী চেহারা তোমার, সে উদ্দাম বাতাসের ভবে।

কখনো বা মেঘেঢাকা শ্রাবণের অঝোর বারি ধারায়

চিরযুবা কিশোরীর চোখের জলের মত দেখেছি তোমায়

তোমার শরৎগগনে দেখেছি অনিন্দ্য নক্ষত্রের আলো

নোলকের মত অজস্র ঘাসের ডগায় শিশিরবিম্ব ঝলমল।

হেমন্তের ফসলভরা মাঠ - দেখেছি হায়! অতৃপ্ত মনে,

দেখেছি - উর্বশীর যৌবনে ঘিরেছে তব বসন্তের বনে ;

 মাঘের বাতাসে শীতল শ্বাসে, ভরেছে তোমার বদন

বহু রূপ সুশোভন আমি তোমাতে দেখেছি সারাক্ষণ।

সুললিতা! তোমার কোমল চরণে আমি গড়াগড়ি খেয়ে

নরম ধূলার মাঝে সতত পেয়েছি অতল তৃপ্তি এ হদয়ে।

মনে হয় যেন বহু প্রাচীন প্রেমের প্রেয়সী তুমি আমার 

যুগযুগ ধরে বিচিত্ররুপে তোমাকেই বেসেছি ভালো বারম্বার