হঠাৎ সিলেটমুখি রাজনৈতিক নেতারা 

হঠাৎ সিলেটমুখি রাজনৈতিক নেতারা 

বাংলাভাষ‌ী ডেস্ক:

নিজেদের ঘর গোছাতে সিলেটে ব্যাপক তৎপরতা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। বিএনপি, জাতীয় পার্টি, জাসদের কেন্দ্রীয় নেতারা একের পর এক সিলেট সফর করছেন। বর্তমানেও সিলেটে অবস্থান অবস্থান করছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি এবং জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু । বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন এ মাসেই সিলেটে সফর করে গেছেন। আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতারাও সিলেট ঘুরে গেছেন। সব মিলিয়ে সিলেটের রাজনৈতিক অঙ্গন এখন বেশ সরব।

জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু সিলেটে এসেছেন বৃহস্পতিবার রাতে। তিনি গতকাল দিনভর সূনামগঞ্জ ও মৌলভীবাজারে ব্যস্ত সময় কাটিয়েছেন। দলের সভায় যোগ দিয়েছেন। আজ সিলেট এবং হবিগঞ্জে কর্মসূচি রয়েছে। বর্তমান সময়ে নিজেদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। জাসদের কেন্দ্রীয় সহ সভাপতি এবং সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ দলের সভাপতির এ সফর সম্পর্কে বলেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সফর। এ সফরে দল গোছানোই অন্যতম উদ্দেশ্য। আগামী জাতীয় নির্বাচনের আগে হাসানুল হক ইনুর এ সফর দলের জন্য বেশ তাৎপর্যপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও সিলেটে তাদের ঘর গোছাতে ব্যাপক তৎপরতা শুরু করেছে। পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু গতকাল সিলেট সফরে এসেছেন। সকালে বিমান বন্দরে তাকে অভ্যর্থনা জানান পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় হুইপ, সাবেক জেলা সভাপতি মো. সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সিলেট এসেই তিনি গেছেন সুনামগঞ্জে। আগামী তিনদিন সিলেট বিভাগে অবস্থান করবেন। ১৫ মার্চ সিলেটে জাতীয় পার্টি আয়োজিত কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন বলে জানা গেছে। এ কর্মী সম্মেলনে জেলা জাতীয় পার্টির ভাগ্য নির্ধারণ হতে পারে। দু সপ্তাহ আগে পার্টি চেয়ারম্যান তাঁর ক্ষমতা বলে কুনু মিয়া এবং উসমান আলীর নেতৃত্বাধীন মেয়াদ উত্তীর্ণ সিলেট জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর থেকে জেলা জাপার মুলতঃ কোনো কমিটি নেই। মহাসচিবের এ সফরকালে অথবা সফরের পর জাতীয় পার্টির জেলা কমিটি গঠন হতে পারে জানা গেছে।

এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতারাও ইদানিং ঘন ঘন সিলেট সফর সফর করছেন। গত ২৮ ফেব্রæয়ারী দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা সিলেট সফর করে গেছেন । এর আগে গতমাসে জেলা বিএনপির সমাবেশ হয়েছে। সেখানে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,সাবেক মন্ত্রী শামসুল হক টুকু, খোকাপুত্র ইশরাক হোসেনরাও এসেছিলেন। এরপর যুবদলের কেন্দ্রীয় নেতারাও সিলেট সফর করে গেছেন গত বুধবার। 

আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, খাদ্য মন্ত্রী ড আব্দুর রাজ্জাকও সিলেটে সফর করে গেছেন অতি সম্প্রতি। দলের নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন তারা। সবমিলিয়ে সিলেটের রাজনৈতিক অঙ্গন গত এক মাস থেকেইে সরব। আগামী জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর নেতারা তাদের ঘর গোছাতে এমন সফর করছেন বলে রাজনৈতিক সচেতন মহল মনে করছেন।