হৃদয় থেকে হয় ছন্দ উদয়

হৃদয় থেকে হয় ছন্দ উদয়

মো আশরাফুল ইসলাম (নয়ন)

তোমার মন যদি হয় প্রেমময়,

তবে হৃদয়ে তোমার হবে ছন্দ উদয়।

তোমার মনে যদি ভালোবাসা বয়,

তবে ছন্দ এসে ধরা দিবে তোমায়।

আমার হৃদয় বারবার কয়,

ছন্দ ভাসে ভালোবাসায়।

তোমার মন যদি সুন্দর হয়,

প্রেম এসে তবে ধরা দিবে তোমায়। 

ভালোবাসা সবার অন্তরে রই।

হৃদয়ে প্রেম যদি জাগরত হয়,

শব্দ গুলো ছন্দ হয়ে ধরা দিবে তোমায়। 

মনের মাঝে প্রেম যদি বয়,

তবে শব্দ গুলো ছন্দে গাঁথা যায়।

হৃদয়ে প্রেম যদি সাড়া দেয়,

তবে ছন্দ গুলো খুঁজবে তোমায়।

মন যদি প্রেম বুঝে যায়,

তবে কথা গুলো ছন্দে বের হয়।

হৃদয় থেকে হয় ছন্দ উদয়,

তাইতো ছন্দ মুখে আর কলমে প্রকাশ পায়।

চোখের দৃষ্টি আর অন্তরের ভালোবাসায়,

শব্দ গুলোকে ছন্দে রুপ দেয়।

মন যদি সরল হয়,

তবে অন্তর হয় প্রেমময়

সরল মনে ভালোবাসা বয়,

তাইতো হৃদয়ে হয় ছন্দ উদয়। 

শব্দ গুলো গাঁথলে ছন্দমালায়,