১১ কিলোমিটার বেগে এগোচ্ছে মোখা

বাংলাভাষী ডেস্ক :

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড় মোখা ঘণ্টায় ১১ কিলোমিটার বেগে উত্তর দিকে এগোচ্ছে। এরপর এটি বাঁক নিয়ে উত্তর-পূর্বদিকে গতিমুখ পরিবর্তন করতে পারে শুক্রবার (১২ মে)।

উত্তর ভারত সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ সংস্থা আঞ্চলিক বিশেষায়িত আবহাওয়া বিষয়ক কেন্দ্র (আরএসএমসি) এ তথ্য জানিয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদফতরও এ সংস্থার সদস্য।

ভারতের আবহাওয়া অধিদফতরাধীন নয়াদিল্লি ভিত্তিক এই কেন্দ্রের আবহাওয়া বিজ্ঞানী আরকে জেনামনি জানিয়েছেন, রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার থেকে ১১শ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল মোখা। শুক্রবার সকাল পর্যন্ত এটি উত্তর দিকে অগ্রসর হবে।

এসময়ের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে মোখা, গতিবেগ তখন সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার পর্যন্ত ওঠে যাবে। এরপর থেকে এটি বাঁক নিতে থাকবে উত্তর-পূর্বদিকে।

এদিন দুপুর নাগাদ ঝড়ের গতিবেগ ওঠে যাবে ১৬০ কিলোমিটার পর্যন্ত। শনিবার দুপুর নাগাদ সর্বোচ্চ গতিবেগ ওঠে যাবে ১৭৫ কিলোমিটার পর্যন্ত। এরপর গতিবেগ কমতে থাকবে মোখার কেন্দ্রে। রোববারও একই গতিবেগ থাকবে প্রথম প্রহরে। এরপর ধীরে ধীরে কিছুটা কমে এলেও উপকূলে অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবেই আঘাত হানতে পারে।

মোখার প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।