৩ ভেন্যুতে আয়ারল্যান্ড সিরিজ

বাংলাভাষী ডেস্কঃঃ

কোনো দলের বাংলাদেশ সফর মানেই ঢাকা-চট্টগ্রামে ম্যাচের আয়োজন। সেই ধারা থেকে বিসিবি বের হয়ে আসতেই পারেনি টেস্ট মযার্দা প্রাপ্তির ২২ বছরেও। মার্চে আয়ারল্যান্ড দলের বাংলাদেশ সফরে বিসিবি কিছুটা হলেও সেখনে পরিবর্তন আনতে পেরেছে। ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে এবার ভেন্যু করেছে সিলেটকেও।

সফরে আয়ারল্যান্ড ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের পাশাপাশি ১টি টেস্টেও খেলবে। সিলেটে রাখা হয়েছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের সব ম্যাচ। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮, ২০ ও ২৩ মার্চ।

চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ মার্চ। এরপর ঢাকা শুরু হবে সফরের একমাত্র টেস্ট ৪ এপ্রিল।

টেস্ট মযার্দা পাওয়ার পর আয়ারল্যান্ডের এটিই বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ। এর আগে তারা সর্বশেষ বাংলাদেশে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে এসেছিল ২০০৮ সালে। সফরে ছিল শুধুমাত্র ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। আইরিশরা বাংলাদেশে আসবে ১২ মার্চ। ১৫ মার্চ তারা একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ ও ভেন্যু বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।