৭ দাবিতে উপাচার্য বরাবর শাবি ছাত্রলীগের স্মারকলিপি

৭ দাবিতে উপাচার্য বরাবর শাবি ছাত্রলীগের স্মারকলিপি

বাংলাভাষী ডেস্ক::

বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ ৭ দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপাচার্য বরাবর এ স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, অতিদ্রুত ক্যাম্পাস খুলে দেওয়ার ব্যবস্থা করা, অনলাইন-অফলাইনে একাডেমিক কার্যক্রম শুরু করা, ১৬ই জানুয়ারি পুলিশি হামলায় আহত ছাত্রলীগসহ সকল শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন করা, সকল হলের ডাইনিং-ক্যান্টিন খুলে দিয়ে খাবারের গুণগত মান বৃদ্ধি ও মূল্য হ্রাস করা, ক্যাম্পাসে পর্যাপ্ত আধুনিক ফুডকোর্টের ব্যবস্থা করা ও নির্মানাধীন ফুডকোর্টের কাজ শেষ করা, বিভিন্ন দেয়ালে দেয়াল লিখন মুছা সহ ক্যাম্পাসের স্বাভাবিক সৌন্দর্য বৃদ্ধি করা।

এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, সমাজ বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ, সাবেক উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সাবেক সদস্য আশরাফ কামাল, সাবেক সদস্য মাহবুবুর রহমান, ছাত্রলীগ নেতা তারেক হালিমী, সমাজ বিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, সুমন সরকার, রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন, সমাজ বিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক খন্দকার তানিম, ফরেস্টি বিভাগ ছাত্রলীগের সভাপতি, সাজ্জাদ হোসেন, সমুদ্র বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি, রিশান তন্ময়, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার, সমাজবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদ ছাত্রলীগ এর সভাপতি, এস.এম সবুজসহ শাবিপ্রবি ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।