আইপিএলের সংক্ষিপ্ত তালিকায় তিন বাংলাদেশী
বাংলাভাষী ডেস্ক::
আগামী মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের নিলাম। এতে অংশ নিতে আবেদন করেছিলেন ভারতসহ বিশ্বের ১ হাজার ১৬৬ জন ক্রিকেটার। তবে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ভারতের ২১৪ জন আর বিদেশের ১১৯ জন মিলিয়ে মোট ৩৩৩ জন ক্রিকেটার।
এবারের আইপিএল খেলতে বাংলাদেশ থেকে নাম পাঠান ৬ জন ক্রিকেটার। তারা হলেন- মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম। তাদের মধ্যে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন তিনজন আর বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদসহ তিনজন।
তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন।
জানা গেছে, বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজের। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। তাসকিনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ এবং শরিফুলের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।