তোমাকে কাছে পেতে ইচ্ছে করে
হাসান ফরিদ
তোমাকে কাছে পেতে ইচ্ছে করে
ছুঁয়ে দেখতে ইচ্ছে করে
তুমি অপ্সরা নাকি মানবকুলের মানবী
তুমি সাগরবিধৌত জলের কারুকাজের
মখমল ভাঁজে, প্রেমের শুকতিভরা প্রজ্জ্বলিত
এক অনবদ্য সেঁজুতি
স্বপ্নীল স্বপ্নের পৃথিবী।
তোমাকে কাছে পেতে ইচ্ছে করে
ছুঁয়ে দিতে ইচ্ছে করে
যেভাবে ক্লান্ত নাবিক বহুদিন পরে
বাড়ি ফেরার পথে, নিজ হাতে ছুঁয়ে দেয়
মহানন্দার কালো জল
ঠিক সেভাবেই ছুঁয়ে দিতে ইচ্ছে করে
তোমার বৃষ্টিভেজা ডাবের পানির ঠাণ্ডা ডাগর চোখ
বাসমতী সুঘ্রাণ ধানের মিচমিচে গহিন অন্ধকার
অরণ্যনী চুল।
ছুঁয়ে দিতে ইচ্ছে করে
তোমাকে কাছে পেতে ইচ্ছে করে
ঘুমাতে ইচ্ছে করে
যুগল নীলগিরি পাহাড়ে উঠে
পর্বতারোহী মুহিত-নিশাতের মতো
নিরাপদ আশ্রয়ে
দুধ-সাদা তাঁবু খাটিয়ে
তোমার উষ্ণ আগুন
পাহাড়ি জোঁকের ঠোঁটে
আমার বরফি ঠোঁট ছাটিয়ে
জিংসেক কিংশুক নির্যাস
শুষে নিতে ইচ্ছে করে
এক নিমিষে…
তোমাকে কাছে পেতে ইচ্ছে করে
ছুঁয়ে দিতে ইচ্ছে করে
ইচ্ছে করে..…